গোপালগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশীর ধাক্কায় পড়ে গিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে জলিল মোল্যা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড় পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জলিল ওই গ্রামের মোল্যা বাড়ির বাসিন্দা।
নিহতের ছেলে রাসেল মোল্যা বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় পারুলিয়া বাজারের ঠান্ডু শেখের সিংগা-পুরির দোকানে আমার বাবা ও প্রতিবেশি মঈন শরীফ বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় তুচ্ছ একটি বিষয়টি নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় মঈন শরীফ আমার বাবাকে গলা ধরে ধাক্কা দেয়। আমার বাবা নিচে পড়ে আহত হয়ে মারা যান। আমি আমার বাবার হত্যার বিচার চাই। এ ব্যাপারে আমি আইনের আশ্রয় নেব।’
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
-লিয়াকত হোসেন লিংকন