কাশিয়ানী প্রতিনিধি: ‘মুজিববর্ষে সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠি হয়।
উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র বালা, উপ-পরিচালক ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ মিরান হোসেন মিয়া, প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, মিঠু তালুকদার প্রমুখ।