কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের একদিন পর ওহিদুল সরদার (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তারাইল বড় মাঠ এলাকার একটি বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওহিদুল উপজেলার কলসি ফুকরা গ্রামের চাঁন সরদারের ছেলে।
কাশিয়ানী থানার এসআই সজীব কুমার মন্ডল জানান, রোববার রাতে ওহিদুল নিখোঁজ হন। পরিবারের লোকজন ও স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। না পেয়ে ওহিদুলের ভাই পিন্টু সরদার সোমবার দুপুরে কাশিয়ানী থানায় একটি জিডি করেন। জিডির ভিত্তিতে নিখোঁজের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে সন্ধ্যায় ওই বাগানে মরদেহ পড়ে থাকতে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায় পরণের লুঙ্গী পেঁচানো ছিল। তবে জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।