কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ধনিয়া ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক নারী পাগলের (৮০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার রামদিয়া-তালতলা সড়কের পাশের একটি ধনিয়া ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, অজ্ঞাতনামা ওই নারী দীর্ঘদিন ধরে তালতলা বাজার ও তার আশপাশে পাগলের বেশে ঘোরাফের করছিল। পরে বৃহস্পতিবার তালতলা সরদারপাড়া এলাকায় একটি ধনিয়া ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মোঃ আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ওই মহিলা কীভাবে মারা গেছে সে ব্যাপারে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।