,

কাশিয়ানীতে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

বিডিনিউজ ১০. ডটকম: গোপালগঞ্জের কাশিয়ানীতে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন রামদিয়া (পিইউএসএআর)।

মঙ্গলবার বেলা ১১ টায় রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠ কার্যালয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়।

২৩ জনকে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান এবং একজন শিক্ষার্থীর অসুস্থ মায়ের চিকিৎসা সহায়তা বাবদ অনুদান দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রামদিয়া শ্রীকৃষ্ণ শশি কমল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম (মিটু) ও সংগঠনের সদস্যরা।

দরিদ্র শিক্ষার্থীদেরকে শিক্ষার মান্নোয়নে এবং দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার প্রয়াস নিয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া থেকে স্বল্প পরিসরে সংগঠনটি যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে বিরাট পরিসরে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা করার পরিকল্পনা রয়েছে তাঁদের। এ ধরনের সহায়তা কার্যক্রম সদস্যদের একেবারে নিজস্ব তহবিল থেকে করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও খবর