কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম খলিল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. জামাল হোসেন আহত হন।
সোমবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সাতক্ষীরা জেলার সদর উপজেলার পায়রাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে ওই প্রাইভেটকারের যাত্রী ছিল।
ঘোনাপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. মনির আহম্মেদ জানান, ইব্রাহিম খলিল ফরিদপুর থেকে একটি ভাড়া করা প্রাইভেটকার করে খুলনার দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ধূসর এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারের যাত্রী ইব্রাহিম খলিল ও চালক মো. জামাল হোসেন মারাত্মক আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিলকে মৃত ঘোষণা করেন।