,

কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় আফতাব মন্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফতাব পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামের সাহেব আলী মন্ডলের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আফতাব মন্ডল মোটরসাইকেল চালিয়ে তিলছড়া থেকে কাশিয়ানী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। তিলছড়া বাজারের সংযোগ সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠার সময় একটি ট্রাকের সাথে ধাক্কায় লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর