,

কাশিয়ানীতে ট্রাকচাপায় ইজিবাইকের চালক নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:  গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকচাপায় ইজিবাইকের চালক সজিব সিকদার (১৬) নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাতে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ভুলবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান।

সজিব সিকদার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহিম সিকদারের ছেলে।

পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার আমিনুর রহমান জানান, রাতে ভুলবাড়িয়া এলাকায় ইজিবাইক চালক এক নসিমনকে সাইড দিতে যান। এ সময় একটি ট্রাক পেছন থেকে ইজিবাইককে চাপা দিলে সজিব ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এই বিভাগের আরও খবর