,

কাশিয়ানীতে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে।

উপজেলার রাতইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত তালুকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।

লিখিত অভিযোগে জানা গেছে, কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের মৃত নাজির শেখ রাতইল মৌজার ৩৫৬ নং খতিয়ানের ২৭০৫ দাগে ৩৬ শতাংশ জমি রেখে যান। বর্তমান তাঁর ১৩ জন ওয়ারিশ রয়েছে। ওয়ারিশ সূত্রে ওই জমির চার জন অংশীদার ৭.৮ শতাংশ জমি রাতইল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য শওকত তালুকদারের কাছে বিক্রি করে দেন। কিন্তু শওকত তালুকদার ৭.৮ শতাংশ জমি কিনে একই দাগের প্রায় ২০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে টিনের দুটি ঘর তুলেছেন। ঘর তোলার সময় ভূক্তভোগীরা এলাকায় ছিলেন না। চাকরির সুবাদে তারা বিদেশে কর্মরত ও খুলনায় বসবাস করেন। এলাকায় এসে তাদের জমিতে ঘর তোলা দেখে শওকত তালুকদারকে ঘর সরিয়ে নিতে বললে ইউপি সদস্য ভয়ভীতি ও হুমকি দেন ভূক্তভোগীদের। প্রভাবশালী ইউপি সদস্য শওকত তালুকদারের জবর দখল থেকে জমি ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন ভূক্তভোগী পরিবারগুলো।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য শওকত তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার কেনা জমিতে আমি ঘর তুলেছি। ওই জায়গার দুইটি পক্ষ। আমি একপক্ষের কাছ থেকে ৩৬ শতাংশের মধ্যে ১৪ শতাংশ কিনেছি এবং ৬ শতাংশ জমির বায়না দিয়েছি।’

এই বিভাগের আরও খবর