,

কাশিয়ানীতে আধিপত্যের দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: এলাকার আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্য দিবালোকে শরিফুল ইসলাম হেলাল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৭ মে) বেলার সাড়ে ১১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরোণ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হেলাল ওই গ্রামের সাবেক ব্যাংক কর্মকর্তা ফেরদোস আলম মনা মিঞার ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার বেলা ১১ টায় ওই গ্রামের সৈয়দ সরদারের বাড়ির সামনে হেলালকে একা পেয়ে জাহিদ তালুকদারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হেলালকে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১শ’ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর