,

কাশিয়ানী উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান ওরফে সেতুকে (৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মফিজুর রহমান কাশিয়ানী উপজেলার পুইশুর গ্রামের আবেদ শিকদারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, তাকে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরো জানান, রোববার (১৩ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এই বিভাগের আরও খবর