,

কাশিয়ানীর মাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন

কাশিয়ানী প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে দীঘড়গাতী উচ্চ বিদ্যালয় মাঠে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

কাশিয়ানী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, সদস্য সচীব মো. আরিফুল ইসলাম (পাবেল) প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা (টিটন)।

সভায় ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করে মাসুদ রানা টিটনকে আহ্বায়ক, মো. মিটুল মোল্যাকে যুগ্ম আহ্বায়ক ও মো. মোস্তাফিজুর রহমান বিপ্লবকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। সে সাথে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর