কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ফুকরা মদন মোহন একাডেমি মাঠে ফুকরা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ বধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফ রাফিকউজ্জামান।
ফুকরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম, ডা. কেএম বাবর, এ্যাডভোকেট এমএ আলম সেলিম, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য বদরুল আলম বদিয়ার।
সভায় ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করে আবু বক্কর মুন্সীকে আহ্বায়ক, মো. ডালিম সরদারকে যুগ্ম আহ্বায়ক ও বদরুল আলম বদিয়ার সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। সেসাথে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।