,

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ছিব্বির মোল্যা হৃদয় (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রাতকান্দি গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ছিব্বির ওই গ্রামের মো. মনির হোসেন মোল্লার ছেলে। তার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম জানিয়েছেন, দুপুর ১২ তার দিকে এসএসসি পরীক্ষার্থী ছিব্বির সাজাইল থেকে মোটরসাইকেলে করে হরিদাসপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই এসএসসি পরীক্ষার্থীর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর