কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে চালক পলাশ মোল্যা (৩৬) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ফুকরার মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ ওই গ্রামের সিদ্দিকুর রহমান মোল্যার ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মনিবুর রহমান জানান, চালক প্রাইভেটকার চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দিকে যাচ্ছিলেন। ওই গ্রামের দেলোয়ার হোসেন শেখের বাড়ির কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত প্রাইভেটকারের সামনের গ্লাস ভেঙ্গে চালককে বের করেন। পরে খবর পেয়ে কাশিয়ানী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়া হয়েছে।’
-লিয়াকত হোসেন লিংকন