,

কাশিয়ানীতে ‘প্রতিপক্ষের হামলায়’ একই পরিবারে আহত ৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

শনিবার (১৩ জুলাই) উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন ওই গ্রামের শরীফুল শেখ (৩৭) ও তার স্ত্রী মনিকা বেগম (৩০), মেয়ে তানিশা (৯) তরিকুল শেখ (৩৫) ও তার স্ত্রী রিতা বেগম (২৬) এবং ১৮ মাস বয়সী ছেলে হুসাইন শেখ।

এ ঘটনায় মো. শরিফুল ইসলাম বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, জমাজমি নিয়ে দীর্ঘদিন ধরে শরিফুল শেখের সাথে প্রতিবেশি ইলিয়াস শেখের বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইলিয়াস শেখ ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে শরীফুলের পরিবারের ওপর হামলা করে। এ সময় কুপিয়ে নারী-শিশুসহ পাঁচজনকে গুরুতর জখম কর। পরে প্রতিবেশিরা এসে তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

অভিযুক্ত ইলিয়াস শেখের সাথে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর