জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মিয়া (৪০) নামে এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত কৃষক ফিরোজ মিয়াকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই কৃষকের ছেলে রহমত আলী মিয়া বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি তৈয়াব মোল্লার সাথে ফিরোজ মিয়ার বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে ফিরোজ মিয়া শ্যালো মেশিন দিয়ে পাটক্ষেতে সেচ দিতে জমিতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ তৈয়ব মোল্যা ও তার ছেলে আল আমিন এবং স্ত্রী, মেয়েসহ ৭-৮ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে জমিতে গিয়ে ফিরোজ মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে ফিরোজ মিয়ার পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ বিষয় প্রধান অভিযুক্ত তৈয়াব মোল্লার সাথে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।
কাশিয়ানী থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’