জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সৌরভ মোল্লা (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরো দুজন।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ মোল্লা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেল পারুলিয়া ইউনিয়নের ভেন্নাবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সৌরভ মোল্লাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়নী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান সাদেকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।