,

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ ) বিকেলে উপজেলার শাখার আয়োজনে ভাটিয়াপাড়া এসবি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তাসলিম হুসাইন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি  এ্যাডভোকেট মিজানুর রহমান।

উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান খাকির সভাপতিত্বে জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, জেলা জামায়েতের সমাজ কল্যাণ সম্পাদক মো. রেজাউল করিম, বাংলাদেশ খেলাফাত মজলিশের উপজেলা সভাপতি মুফতি ইমরান হোসেন, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আ. করিম, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকনসহ ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুর ইসলাম লেলিন।

এই বিভাগের আরও খবর