জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমাদ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব কারী তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতী মাছুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম হোসাইন শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মো. ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।