,

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে নারী-শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের চরফুকরায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার শহিদুল খানের সাথে দীর্ঘদিন ধরে ভুলু মুন্সীর বিরোধ চলে আসছিল। গত দুই সপ্তাহ আগেও দুইপক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছিল। পরে উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় সমঝোতা হয়েছিল। বুধবার মাগরিবের নামাজের পর মসজিদের সামনে দুইপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত চারজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, ‘এলাকার আধিপত্য নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

-লিয়াকত হোসেন লিংকন

এই বিভাগের আরও খবর