নাটোর সংবাদদাতা: নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যান ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোহেল নামে এক যুবকের মুত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে গড়মাটি কলোনি নামক স্থানে বনপাড়া পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল বড়াইগ্রাম উপজেলার পারকুল গ্রামের আক্কাবর আলীর ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস বলেন, বনপাড়া-পাবনা মহাসড়কে গোপালপুর ইউনিয়নের গড়মাটি কলোনি নামক স্থানে কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক হতে আসা গরু বোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সোহেলকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেবার পথে সে মারা যায়।