লাইফস্টাইল ডেস্ক: কাঠের আসবাবপত্র মানেই অন্যরকম ব্যাপার। একসময় ঘরে আসবাবপত্র থাকাকে আভিজাত্যের চিহ্ন ধরা হতো। বর্তমানে নানারকম আসবাবপত্র দেখা গেলেও কাঠের আসবাবের কদর মোটেও কমেনি।
কাঠের আসবাবপত্র যত্ন নিতে হয় একটু বিশেষ কায়দায়। নচেৎ এর উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কাঠের আসবাবপত্রের যত্ন নেওয়ার উপায়-
সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন-
কাঠের আসবাবপত্রে যেন সরাসরি সূর্যের আলো না লাগে সেদিকে খেয়াল রাখুন। কারণ এই তাপ কাঠের ময়েশ্চার শুষে নেয়। যার ফলে খুব দ্রুত আসবাব ভেঙে যায়, এমনকি দ্রুত কাঠের রংও নষ্ট হয়ে যায়। তাই, সূর্যের আলো ও তাপ থেকে কাঠের আসবাব দূরে রাখুন।
পানির স্পর্শ থেকে দূরে রাখুন-
কাঠের আসবাবকে ভালো রাখতে চাইলে পানির স্পর্শ থেকে দূরে রাখুন। পানি দিয়ে পরিষ্কার করতে হলে কুসুম গরম পানি সাবান পানি মিশিয়ে তা দিয়ে আসবাব পরিষ্কার করুন এবং সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। শক্ত, তেল চিটচিটে দাগ দূর করে টুথপিক ব্যবহার করুন।
শু পলিশ ব্যবহার করুন-
কাঠের আসবাব থেকে আঁচড়ের দাগ তুলতে শু পলিশ ব্যবহার করুন। কাঠের রঙের সাথে মিলিয়ে শু মালিশ দিয়ে আঁচড়ের স্থান ঘষে নিন। এতে দাগ দূর হবে।
পাতলা মোমের প্রোলেপ-
কাঠের আসবাবপত্র ভালো রাখতে হালকা মোমের প্রলেপ লাগিয়ে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে কিছুটা শুকিয়ে গেলে আবার মোমের প্রলেপ দিন। এভাবে কয়েকবার করলে কাঠের আসবাবে আর ঘুণ ধরবে না। সেই সঙ্গে বাড়বে স্থায়িত্ব।
তেলের ব্যবহার না করা-
অনেকে কাঠের আসবাব চকচকে করতে অলিভ অয়েল, নারকেল তেল ইত্যাদি ব্যবহার করে থাকেন। এতে আসবাব আরও বেশি তেলতেলে হয়ে যায়। ফলে সহজেই ধুলাবালি ও ময়লা আকৃষ্ট হয়। তাই এ কাজ করবেন না।
নিয়মিত ধুলা মুছলে আর সঠিকভাবে যত্ন নিলে কাঠের আসবাবপত্র ভালো থাকে দীর্ঘসময়।