,

কাঁচা মরিচের কেজি ৪০ টাকা

জেলা প্রতিনিধি, দিনাজপুর: সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কমে ৪০ টাকায় নেমেছে। একদিন আগেও প্রতি কেজি মরিচ ৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

এদিকে প্রতিদিনের রান্নার কাজে ব্যবহৃত উপকরণের দাম কমায় খুশি নিন্ম আয়ের মানুষজন। এদিকে দেশি মরিচের দাম কমায় ভারত থেকে আমদানি বন্ধ করেছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারের ক্রেতা সিদ্দিক হোসেন বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এ অবস্থায় মরিচের দাম কমায় কিছুটা স্বস্তি এসেছে। এই মরিচ কিছুদিন আগেও ২০০ টাকা কেজি দরে কিনতে হয়েছে।

হিলি বাজারের কাঁচা মালের ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গতকয়েকদিন ধরে আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। এ কারণে দাম কমেছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে।  কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর মরিচ আমদানি করা হচ্ছে না বলে জানান এই ব্যবসায়ী।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বৃহস্পতিবার বন্দর দিয়ে কোনও কাঁচা মরিচ আসেনি। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

এই বিভাগের আরও খবর