বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মো. ফরহাদ হোসেন (৩০) নামের এক যুবক মারা গেছে। করোনাভাইরাস সন্দেহে ওই যুবকের বাড়ির আশপাশের বেশ কিছু বাড়ির লোকজনকে হোম কোয়রেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান।
রবিবার গভীর রাতে উপজেলার জোতবানি শিবপুর আঁচলকোল তফসিগ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবকের বাবার নাম আবু হানিফ। করোনাভাইরাস পরীক্ষার জন্য ওই তার নমুনা বাড়িতে উপজেলা স্বাস্থ্য কর্মরত চিকিৎসকগণ উপস্থিত হয়েছেন।
ওই যুবকের পরিবার সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে কুমিল্লার লাকসাম উপজেলায় স্থানীয় তিন যুবকসহ কাজের সন্ধানে যান। সেখানে গিয়ে তার শরীরে জ্বর অনুভব হলে সে ১০ মার্চ এলাকায় ফিরে আসে। পরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। সর্বশেষ সোমবার ভোররাতে নিজ বাড়িতেই মারা যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, মারা যাওয়া ব্যক্তির বাড়িতে এর মধ্যেই গ্রামপুলিশ পাহারা দিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকগণ এসে তার নমুনা সংগ্রহের পর জেলা থেকে ইমামসহ পাঁচজন লোক এসে তাকে গোসল করে জানাজা পড়ানো হবে।