আর্ন্তজাতিক ডেস্ক: ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত মিয়া মানিক (৪১) দেশটির মিলানে বসবাস করতেন।
শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় মিলানো নিগুয়ার্ড হাসপাতালে মারা গেছেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে সেখানে বসবাসকারী প্রবাসীরা।
মানিক মিয়ার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। এ নিয়ে করোনাভাইরাসে ইতালিতে ৭ বাংলাদেশির মৃত্যু হলো।
জানা গেছে, মানিক মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিলান স্থানীয় নিগোয়ারা হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিউতে নেওয়া হয়। পরে শনিবার তিনি মারা যান করেন। তার মৃত্যুতে ইতালিতে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ইতালিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৬১৯ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৬৮। শনিবার (১১ এপ্রিল) করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৬৪৯ জন। এনিয়ে দেশটি করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৫২ হাজার ২৭১ জনে দাঁড়িয়েছে।