,

করোনায় আরও ৯ জনের প্রাণ গেল

নিজস্ব প্রতিবেদকগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে নয়জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৩৩৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯৮ জন।

শনিবার দুপুরে, করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে মোট নয়জন মারা গেছে। এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ, তিনজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা।। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে। গত এক দিনে নতুন করে কারও সুস্থ হয়ে ওঠার খবর আসেনি। এ পর্যন্ত মোট ১১২ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর