আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরানে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে মোট ২৮ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত দুজনের মৃত্যু হয়। এ পর্যন্ত ইরানের রাজধানী তেহরান, কোম ও গিলান প্রদেশে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।
ইরানের মারকাজী প্রদেশের গভর্নর সরকারি বার্তা সংস্থা আইআরএনএকে জানিয়েছে, প্রদেশটির কেন্দ্রীয় শহর আরাকে আরও এক করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। তিনি হৃদরোগেও ভুগছিলেন।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা কিয়ানুশ জাহানপুর বলেন, নতুন করে শনাক্ত ঘটনাগুলোর সঙ্গে কোম শহরের সংশ্লিষ্টতা রয়েছে। নতুন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয় কোমে ঘটেছে, নয়তো সম্প্রতি শহরটি থেকে ঘুরে আসা ব্যক্তিদের দ্বারা হয়েছে।
এর আগে গত বুধবার দুজনের মৃত্যুর খবর জানিয়ে ইরানি স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আলিরেজা ভাহাবজাদে বলেন, তেহরানের দক্ষিণাঞ্চলীয় কোম শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই বৃদ্ধ মারা গেছেন। ভাইরাসের কারণে তারা ফুসফুসের জটিল সংক্রমণে ভুগছিলেন। তবে মৃতদের নাম-পরিচয় জানাননি তিনি।