,

করোনায় সৌদি আরবে মারা গেলেন চন্দনাইশের জুয়েল

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের সৌদি প্রবাসী ওবাইদুর রহমান জুয়েল (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মদিনার ওহুদ হাসপাতালে মারা যান বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

মৃতের ভাই অহিদুর রহমান রুবেল জানান, তার ভাই দীর্ঘ ১০ বছর যাবৎ সৌদি আরবের মদিনা মনোয়ারায় ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে তাকে মদিনার ওহুদ হাসপাতালের আইসোলেশনে ছিলেন।

পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে গত বৃহস্পতিবার সৌদি সময় গভীর রাতে ওবায়দুর রহমান জুয়েল মারা যান। তার দুই মেয়ে এক পুত্র রয়েছে। তার পরিবার চট্টগ্রামের হালি শহরের বড়পুল এলাকায় ভাড়া বাসায় থাকেন।

এই বিভাগের আরও খবর