নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। তবে অনলাইনে ফি জমা দেওয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত।
আজ বুধবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার সকাল ১০টা থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। এ পরীক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ১৯ মে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।
রেজিস্ট্রেশন ফি
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না।
রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের এক থেকে চারটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ জন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।