,

এবার রাজশাহীতে ট্রেনে আগুন

রাজশাহী ব্যুরো: রাজশাহীতে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগে ট্রেনটিতে।

এতে ওই ট্রেনের শোভন চেয়ারের একটি কোচ (বগি) বাতিল করা হয়। ফলে ওই কোচের অর্ধেক যাত্রীদের টিকিট ফেরত দেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এক ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ে। ট্রেনটি সকাল ৭ ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম বলেন, শোভন চেয়ারের একটি বগিতে টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। এতে প্রচণ্ড ধোঁয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যায়। দ্রুত বগিটিকে খুলে ফেলা হয়। ট্রেনটি এক ঘণ্টা দেরিতে ছাড়ে। তবে কোনো হতহাতের ঘটনা ঘটেনি। আগুন লাগা বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা আসন পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার বলেন, আমাদের ট্রেনগুলো বিশ্রাম পাচ্ছে না। ফলে যে পরিমাণ রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেটি আর হয় না। এতে করে মাঝে মাঝে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনা ইচ্ছাকৃত নয়।

এই বিভাগের আরও খবর