,

এবার কানাডায় বাংলাদেশের ‘মায়াবতী’

ইয়াশ রোহান ও নুসরাত ইমরোজ তিশা

বিনোদন প্রতিবেদক: নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান অভিনীত সিনেমা মায়াবতী গত ১৩ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এবার দেশের গণ্ডি পেরিয়ে কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। জানা গেছে, আগামী ১০ নভেম্বর কানাডার টরন্টোতে প্রদর্শিত হবে ‘মায়াবতী’। সেখানকার উডসাইড সিনেমা হলে দুটি শো অনুষ্ঠিত হবে।

প্রথমটি স্থানীয় সময় দুপুর ১টায় এবং বিকেল ৪টায় হবে পরবর্তী প্রদর্শনী। নারী পাচার ও একটি সাধারণ মেয়ের সংগ্রামী জীবনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক অরুণ চৌধুরী। ‘মায়াবতী’ তার দ্বিতীয় সিনেমা। এর আগে ‘আলতাবানু’ নির্মাণ করেছিলেন তিনি।

সিনেমা প্রসঙ্গে তিশা বলেন, ‘পৃথিবীর প্রত্যেক মানুষের না বলার অধিকার আছে, সবার উচিত এটাকে সম্মান করা। আর এই মেসেজ নিয়েই অরুণ চৌধুরী মায়াবতী সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা চেষ্টা করেছি বিষয়টি সুন্দরভাবে সিনেমায় উপস্থাপন করতে।’ গল্পে দেখা যায়, মায়া নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে তার বেড়ে ওঠা। এরপর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়।

ছবিতে ইয়াশ ও তিশা ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আফরোজা বানু, আগুন, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।

এই বিভাগের আরও খবর