বিনোদন ডেস্ক: সব সময়ই ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ে দেখা যায় মডেল অভিনেত্রী সাফা কবিরকে। এবার এক নাটকে চার চরিত্রে অভিনয় করলেন তিনি। নাম ‘টুরু লাভ’। এতে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব। সম্প্রতি রাজধানীর কয়েকটি স্থানে নাটকটির দৃশ্যধারণ হয়েছে। রূপান্তরের রচনায় এটি যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
সাফা কবির বলেন, রোমান্টিক কমেডি ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘টুরু লাভ’। এতে আমাকে চারটি চরিত্রে দর্শক দেখতে পাবেন। গল্প ও চরিত্র মিলে এটি দর্শকের ভালো লাগবে- এ আশা করাই যায়।
সাফা আরও বলেন, যেহেতু তৌসিফ মাহবুবের সঙ্গে আমার অভিনীত প্রায় সব নাটকই দর্শক পছন্দ করেছেন, তাই এটিও সবার ভালো লাগবে বলে আশা করছি।
জানা গেছে, শিগগিরই নাটকটি গানের ডালির নিজস্ব ইউটিউব চ্যানেলে দেখা যাবে। পরে এটি বেসরকারি একটি টিভি চ্যানেলেও প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতাদ্বয়। এতে আরও অভিনয় করেছেন নিয়াজ মোর্শেদ, সুবর্ণা সিকদার, পলক রহমান, মন আহমেদ, অনিক হুমায়ুন, রাজীব নটরাজ প্রমুখ।