,

একমাস আটদিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক মাস আট দিন পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি শুরু হয়েছে।

বৈশ্বিক করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। প্রথম দিনে ভারত পণ্য রপ্তানি করতে পারলেও বাংলাদেশ কোনো পণ্য রপ্তানি করতে পারেনি ভারতে।

প্রথম দিন, বৃহস্পতিবার বিকেলে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ৪শ’ বস্তা ভুট্টা বীজ আমদানি হয়েছে। সামাজিক দূরত্ব ও সুরক্ষা মেনে পণ্য আমদানি করা হচ্ছে। ভারত থেকে আসা পণ্য সীমান্তের জিরো লাইন এ আনলোড করা হয়।

আমদানিকারক জানান, সীমিত আকারে পণ্য আমদানি সচল থাকবে। এদিকে, পণ্য আমদানি শুরু হওয়ায় খুশি বন্দর ব্যবহারকারীরা।

গত ২২ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়।

এই বিভাগের আরও খবর