পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় সুন্দরবন এলাকার জেলেদের জালে ধরা পড়া একটি ভোল মাছ প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে।
ছগির মিয়া জানান, শনিবার সকালে সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আমার আড়তে মাছটি নিয়ে এলে খোলা ডাকের মাধ্যমে ইউসুফ মিয়া চার লাখ পঞ্চাশ হাজার টাকা মণ দরে কিনে নেন।
ইউসুফ মিয়া জানান, আন্তর্জাতিক বাজারে এই ভোল মাছের বালিশের ব্যাপক চাহিদা থাকায় আমি এটি সাড়ে চার লাখ টাকা মণ দরে ক্রয় করেছি। মাছটির ওজন ২২ কেজি। তাতে দাম হয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার পাঁচশ টাকা।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। মূলত এ মাছের বালিশের চাহিদা অনেক বেশি। জানা গেছে, এ মাছের বালিশ দিয়ে বিদেশিরা জুস বানিয়ে খেয়ে থাকেন।