,

একইসঙ্গে ৯ সন্তান প্রসব!

আন্তর্জাতিক ডেস্কমরক্কোর এক হাসপাতালে একই সঙ্গে ৯ সন্তানের জন্ম দিলেন হালিমা চিসে নামের এক নারী।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, আল্ট্রাসনোগ্রামে সাত সন্তান দেখা গেলেও অন্য দুই সন্তান দেখেননি তারা। তবে হালিমা মঙ্গলবার (৪ মে) সফলভাবে ৯ সন্তানের জন্ম দিয়েছেন।

একসঙ্গে ৯ সন্তান জন্মদানের বিষয়টি খুবই বিরল হওয়ায় দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, সদ্যোজাত সন্তানেরা ও তাদের মা ভালো আছেন। হালিমার ৯ সন্তানের মধ্যে পাঁচটি মেয়ে আর চারটি ছেলে।

গত মার্চ মাসে মালির চিকিৎসকেরা জানান, হালিমার গর্ভে একাধিক সন্তান থাকায় তার বিশেষায়িত সেবা দরকার। তারপর তাকে উন্নত সেবার জন্য দেশটির কর্তৃপক্ষ মরক্কোতে পাঠায়।

মরক্কোতে হালিমার সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি ৯ সন্তানের জন্ম দেন। মরক্কোতেও হালিমার আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তার গর্ভে সাত সন্তান।

যদি হালিমার ৯ সন্তানই বেঁচে যায় তবে তা ২০০৯ সালে একইসঙ্গে ৮ সন্তানের মা হওয়া নাদিয়া সুলেমানের ৮ সন্তান প্রসবের বিশ্বরেকর্ড ভাঙবে।

এই বিভাগের আরও খবর