গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে
বুধবার বিকেলে টুঙ্গিপাড়ায় শো-ডাউন ও কোটালীপাড়ায় জনসভা হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুর রহমান মারুফের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই শোডাউনে অংশ নেন।
টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সামনে থেকে নৌকার পক্ষে নির্বাচনী শোডাইন বের করা হয়। ঢাকঢোল বাজিয়ে শোডাউনে অংশ নেওয়া টুঙ্গিপাড়ার হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ। শোডাউনটি টুঙ্গিপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনে নৌকায় রেকর্ডসংখ্যক ভোট দিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়া অংশে নৌকার প্রার্থী শেখ হাসিনাকে শতভাগ ভোট দেওয়ার আহবান জানিয়ে বিরাট এক জনসভা করেছে কোটালীপাড়ার আওয়ামী লীগ নেতারা।
এ উপলক্ষে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি ইউনাইটেড একাডেমি (হাইস্কুল) মাঠে অনুষ্ঠিত হয় বিরাট এক জনসভায়। সভায় প্রধান ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
হিরণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, সাবেক চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া পৌরসভার মেয়র কামাল হোসেন শেখ, সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরা, হিরন ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া দাড়িয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করবো তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আমাদের ভোটেই দেশের প্রধানমন্ত্রী হন এটা আমাদের গর্ব। তাই নৌকা প্রতীকে শেখ হাসিনাকে শতভাগ ভোট দেওয়ার আহবান জানান তারা।