,

উল্লাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী-পরিচালক আব্দুল হামিদ জানান, পাবনা থেকে বগুড়াগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের কাঁঠালতলা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। আহত অবস্থায় ২০ যাত্রীকে উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর