,

উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় শীতের আমেজ

ঠাকুরগাঁও: উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় আগাম শীতের আমেজ। এরিমধ্যে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।

হিমালয় কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে শীতের আমেজ। দিনে গরম আবহাওয়া থাকলেও সন্ধ্যার পর থেকে রাতভর ধানক্ষেত, গাছের পাতা ও ঘাসের উপর পড়া শিশির ফোটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

হালকা কাঁথা-কম্বল আর শীতের কাপড় নিয়ে শীত নিবারণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা।

গত কয়েকদিনের টানা বৃষ্টির পর ভোরে হালকা কুয়াশা, শীত শীত ভাব আর রাতের ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে জানান দিচ্ছে শীতের আমেজ।

মেহেরপুরে শিশিরে ভেজা ফসলের মাঠ আর সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশায় আছন্ন হচ্ছে প্রকৃতি।

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটেও শীতের আগমন ঘটেছে। ঘন কুয়াশায় ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ। বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না।

নীলফামারীতে গত তিন দিন ধরে তাপমাত্রা ২১ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। শীত আসার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে ডায়রিয়াসহ শীতজনিত রোগীর সংখ্যা।

মানিকগঞ্জে রাতের ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মহাসড়কে যানবাহনগুলোকে চলতে হচ্ছে ফগ লাইট জ্বালিয়ে। হঠাৎ করে শীত চলে আসায় সবচেয়ে দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ।

তবে সারা দিনের ভ্যাপসা গরমের পর রাতে হালকা শীত উপভোগ করছেন অনেকেই।

এই বিভাগের আরও খবর