,

‘ঈদ উপহার’ পেয়ে আনন্দিত এতিম শিশুরা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ঈদ উপহার পেয়ে আনন্দি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের এতিম শিশুরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে পূনর্বাসন কেন্দ্রের অর্থায়নে এতিম শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক, জুতা, সাবান, তেল, শ্যাম্পু, পেস্ট, পাউডার, মেহেদীসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল।

শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উপজাতি এতিম উমেচিং, সীমিউ, সুবর্ণা, মাকসুদা, রোজিনা জানায়, এবার ঈদের এতো আগেই উপহার পেয়ে তারা খুবই খুশি। এ উপহার তাদের ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, শেখ রাসেল শিশু দুঃস্থ প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ও সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় প্রমুখ।

পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক ও সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাঁছাড় বলেন, প্রতি বছর এতিম শিশুদের ঈদ বস্ত্র উপহার দেয়া হ। এ বছর ঈদ উপহারের পাশাপাশি তাদের কসমেটিকসও উপহার দেয়া হয়েছে। তাই ঈদ উপহার পেয়ে শিশুরা মহা আনন্দিত।

-সজল সরকার

এই বিভাগের আরও খবর