বিডিনিউজ ১০, বিনোদন ডেস্ক: পিতা তো বরাবরই সন্তানের মঙ্গল চান। প্রেমিকও তো স্বপ্ন দেখে তার প্রিয় মানুষটিকে নিয়ে ঘর বাঁধার। কিন্তু পিতা আর প্রেমিককে সামনে রেখে যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় তখন কার মুখটা আগে ভেসে ওঠবে চোখে?
ইমদাদুল হক মিলনের এমন একটি গল্প নিয়ে এবার ঈদের জন্য তৈরি হয়েছে বিশেষ নাটক ‘পিতা ও প্রেমিক’।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন হিরু খান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমন, অথৈ প্রমুখ।
নির্মাতা জানান, ঈদের সপ্তম দিন রোববার রাত ৯টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটকটি।