,

ই-মেইলের ভুল লেখা সংশোধন

বিডিনিউজ ১০, তথ্যপ্রযুক্তি ডেস্কই-মেইলে কিছু লিখে পাঠানোর সময় প্রায়ই অনেকের বানান ভুল হয়ে থাকে আর ভুল বানানসহই ই-মেইল পাঠিয়ে দেন কাক্সিক্ষত ব্যক্তির কাছে।

এবার ই-মেইলে ভুল বানান শুদ্ধ করে দেবে জি-মেইল। সেই সঙ্গে ব্যাকরণও শুদ্ধ করে দেবে জি-মেইলের নতুন আপডেট। এক প্রতিবেদনে জানা যায়, গুগল জি-মেইলের নতুন একটি আপডেট আনছে। ওই আপডেট চালু হলে জি-মেইলে যে কোনো ধরনের লেখা স্বয়ংক্রিয়ভাবে শুদ্ধ হয়ে যাবে।

বর্তমানে ওই আপডেটটি জি-সুইট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। বলা হচ্ছে, লেখার সময় আপনি যদি কোনো বানান ভুল করেন, তাহলে জি-মেইল স্বয়ংক্রিয়ভাবে ভুল বানানটিকে শুদ্ধ করে দেবে।

অন্যদিকে যদি কোনো লেখায় ব্যাকরণে ভুল করেন তাহলে ভুল অংশটিতে ব্ল– লাইন দিয়ে মার্ক করে ব্যবহারকারীকে শুদ্ধ করার নির্দেশনা দেবে।

এই বিভাগের আরও খবর