বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্ক: ইসরায়েলি সেনা বাহিনীর গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন এক ফিলিস্তিনি সাংবাদিক। এ ঘটনা ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। খবর ‘গালফ নিউজ’।
ঘটনাটা ঘটে গত শুক্রবার (১৫ নভম্বর)। সেদিন পশ্চিম তীরে একটি বিক্ষোভ কভারেজের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে বাম চোখ হারান মোয়াজ আমারনা নামে ওই সাংবাদিক।
এ বিষয়ে তার সহকর্মীরা জানিয়েছেন, শুক্রবার পশ্চিম তীরের হেবরনের কাছে একটি বিক্ষোভ চলাকালে ৩৫ বছর বয়সী আমারনাকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। যা কেড়ে নেয় তার বাম চোখ।
এ দিকে সোমবার (১৮ নভেম্বর) ইসরায়েলের সেনারা জানিয়েছেন, তারা সাংবাদিক আমারনাকে লক্ষ্য করে কোনো গুলি চালাননি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার সময় গুলিবিদ্ধ হন ওই সাংবাদিক।