,

ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামিতে ২০ জনের প্রাণহানি

বিডিনিউজ ১০ আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার লামপাং প্রদেশে আবারও বড় ধরনের সুনামি আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ২০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে এ ভয়াবহ সুনামি আঘাত হানে।

দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, এ ঘটনায় আরও অন্তত ১৬৫ জন আহত হয়েছেন। ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) বলছে, এ সুনামি কোনো ভূমিকম্পের কারণে সৃষ্টি হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরি প্রভাব থেকে এ সুনামির উৎপত্তি হয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। সম্প্রতি দেশটির সুলাওয়েসি দ্বীপের পালু শহরের কাছে ধারাবাহিক ভূমিকম্প এবং এর পরে সৃষ্ট সুনামিতে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল।

এই বিভাগের আরও খবর