আজ শনিবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র।
বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টার দিকে শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে ইন্দোনেশিয়ার উপকূলীয় অঞ্চল কেঁপে উঠে। দেশটির বেশ কিছু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত হয়েছে পার্লামেন্ট ভবন, স্কুল, হাসপাতাল, ঘরবাড়িসহ অসংখ্য স্থাপনা। এসব এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। সম্পূর্ণ ক্ষয়ক্ষতি এখনও যাচাই করে দেখা হচ্ছে।
নিহতের সংখ্যা বাড়তে পারে কিনা সেবিষয়েও এখনও নিশ্চিত নয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পরপর বেশ কয়েকটি আফটারশক আঘাত হানলেও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।