,

আশুলিয়ায় ট্রাকচাপায় ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, সাভার : ঢাকার আশুলিয়ায় বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে রিকশার এক যাত্রী এবং চালক নিহত হয়েছে। এ ঘটনায় পথচারীসহ ২০ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের ঘোষবাগ এলাকার ইটখোলা বাসস্ট্যান্ডে দুর্ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রিকশা ও পথচারীদের বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। এতে হতাহত হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, আশুলিয়া থেকে বালু বোঝাই করে বাইপাইলের দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে ইটখোলা বাসস্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি রিকশা ও পথচারীদের চাপা দেয়। এতে একটি রিকশার যাত্রী মৌসুমী আক্তার (২২) এবং রিকশার চালক মারা গেছে।

অন্য রিকশার চালক ও পথচারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত মৌসুমী আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলায়। নিহত রিকশা চালকের পরিচয় জানা যায়নি।

ট্রাকের চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজন স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।

এই বিভাগের আরও খবর