,

আবারও বাড়ল স্বর্ণের দাম

বিডিনিউজ ১০ ডটকমপ্রতি ভরি স্বর্ণের দাম আবারও এক হাজার ৯৮২ টাকা বাড়ল।

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরি স্বর্ণে এক হাজার ৯৮২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মঙ্গলবার সন্ধ্যায়, এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

বুধবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে ৬ হাজার ৪০০ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম হবে ৬ হাজার ১৩০ এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ৫ হাজার ৩৮০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। তাই দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর