,

আফগানিস্তানে শিখদের ওপর হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ ধর্মাবলম্বীদের একটি স্থাপনায় হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। খবর ‘আল-জাজিরা’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) সকালে এই হামলা চালানো হয়। হামলার পরপরই অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীরা নিহত হয়েছেন।

এ বিষয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছেন। আর তাদের গুলিতে হামলায় জড়িত সবাই নিহত হয়েছে।

তবে ওই হামলায় ঠিক কতজন অংশ নিয়েছিল সে ব্যাপারে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য দেয়নি আফগান সরকার।

গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছে আফগান সশস্ত্র গোষ্ঠী তালিবান। ওই শান্তিচুক্তির পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে বড় ধরনের হামলার ঘটনা ঘটল।

এর আগে গত শনিবার (২১ মার্চ) আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের একটি নিরাপত্তা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এসব হামলার জন্য তালিবানকেই দায়ী করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর