,

আফগানিস্তানে পাক সেনাদের হামলায় ৩ নারী নিহত

বিডিনিউজ ১০, আর্ন্তজাতিক ডেস্কটানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত আফগান-পাকিস্তান সীমান্ত। কেননা এরই মধ্যে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে দেশ দুটির সেনাবাহিনী। আফগান কর্তৃপক্ষের দাবি, দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পাকিস্তানের মর্টার ও রকেট হামলায় এখন পর্যন্ত তিন নারীর প্রাণহানি হয়েছে।

এ দিকে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল গনি মুসামেম ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্সকে’ বলেছেন, ‘রবিবার (২৭ অক্টোবর) বিকালে দুদেশের বিতর্কিত সীমান্তে প্রথমে নিজেদের সামরিক সরঞ্জাম স্থাপনের চেষ্টা চালায় পাক বাহিনী। মূলত আফগান সেনারা এবং স্থানীয় মিলিশিয়া বাহিনী তখন পাকিস্তানি সামরিক বাহিনীকে তাদের কাজে বাধা দিলে ভয়াবহ এই সংঘর্ষের সূত্রপাত হয়।’

আফগানিস্তানের এই সরকারি কর্মকর্তা আরও বলেন, ‘সীমান্তের নিকটবর্তী অঞ্চলে অবস্থিত নারি জেলায় প্রায় তিন ঘণ্টার বেশি সময় যাবত চলে এই গোলাগুলি। এতে এখন পর্যন্ত অন্তত তিন বেসামরিক নারীর প্রাণহানি এবং আরও চারজন গুরুতর আহত হন। অঞ্চলটি কিছুটা বিচ্ছিন্ন হওয়ার কারণে সেখানে যোগাযোগ অব্যাহত রাখা অনেকটাই কঠিন হয়ে পড়েছে।’

অপর দিকে পূর্বাঞ্চলীয় সীমান্তের আফগান সেনাবাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ আয়ূব হুসেইন খাইল এক বিবৃতিতে বলেছেন, ‘সোমবার (২৮ অক্টোবর) সকালে দুদেশের সীমান্তে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় পাক বাহিনী আফগানিস্তানের বেসামরিক গ্রামগুলোর দিকে একের পর এক মর্টার হামলা চালাতে শুরু করে।’

আফগান সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ‘পাক সেনাদের এমন অতর্কিত হামলার কারণে আমরা এখন পর্যন্ত প্রায় ডজনখানেক বেসামরিককে অঞ্চলটি থেকে সরিয়ে নিয়েছি। মূলত স্থানীয়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

যদিও এসব হামলার বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য কিংবা বিবৃতি পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর