,

আদালত অবমাননা: শিক্ষা সচিবসহ ৪ জনের বিরুদ্ধে রুল

নিজস্ব প্রতিবেদক: আদালতের আদেশ অমান্য করায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) সহ ৪ জনের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

অন্য তিনজন হলেন- শিক্ষা মন্ত্রণালয়ের সচিব (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া।

সিদ্দিক উল্ল্যাহ মিয়া বলেন, ৬ জন শিক্ষক এমপিও না পাওয়ার কারণে হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি শেষে গত ২৫  ফেব্রুয়ারি এসব শিক্ষকদের এমপিও সুবিধা দেয়ার জন্যে ৬০ দিন সময় দেন বিচারপতি আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

কিন্তু আদালতের আদেশ বাস্তবায়ন না করায় রিটকারীরা আদালত অবমাননার মামলা দায়ের করার পর এ রুল জারি করেন। রিটকারীরা হলেন, আজিজুর রহমান ও নুরুল আলম।

এই বিভাগের আরও খবর